হিলি শত্রুমুক্ত দিবস আজ
আজ ১১ ডিসেম্বর ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হিলি শত্রুমুক্ত দিবস। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্মুখ যুদ্ধ সংঘটিত হয় ভারত সীমান্তবর্তী এলাকা হিলিতে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার বাংলাদেশের অস্থায়ী সরকারকে সমর্থনের পর ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা পাক সেনাদের বিরুদ্ধে স্থল ও আকাশপথে একযোগে হামলা চালায়।
প্রচণ্ড যুদ্ধের পর ১১ ডিসেম্বর ৭নং সেক্টরের আওতায় ভারত সীমান্তবর্তী হিলি শত্রুমুক্ত হয়। এসময় ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধা এবং পাক সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর ৩৪৫ সদস্য ও দেড়শতাধিক নাম না জানা মুক্তিযোদ্ধা শহীদ হন। পক্ষান্তরে নিহত হয় তিন শতাধিক পাক সেনা। এ ছাড়া অনেক পাক সেনা এখানে আত্মসমর্পণ করে। উদ্ধার হয় পাক সেনাদের ব্যবহৃত ৩০টি ট্যাংকসহ বিপুল সংখ্যক ভারী অস্ত্র ও গোলাবারুদ।
মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর শহীদদের স্বরণে সীমান্তবর্তী মুহারাপাড়া এলাকায় নির্মিত হয় একটি সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ। প্রতিবছর এই স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা ও স্মরণ করা হয়।
এসজি