রসিক নির্বাচন: ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা
রংপুর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রংপুর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। ভোট চাইতে ছুটছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া এবং জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
মেয়র প্রার্থীরা দল ও দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাত-দিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। কখনো হেঁটে, কখনো রিকশায়, কখনো মোটরসাইকেলে চেপে প্রচারণা আর গণসংযোগে অংশ নিচ্ছেন তারা।
আধুনিক রংপুর সিটি করপোরেশন গড়তে নগরবাসীর কাছে নৌকায় ভোট চাইছেন অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া।
রবিবার (১১ ডিসেম্বর) মহানগর যুবলীগের আয়োজনে নগরীর সিটি বাজার এলাকায় গণসংযোগে এসে ভোটারদের আহ্বান জানান তিনি।
নৌকার মেয়র প্রার্থী ডালিয়া বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের উন্নয়নের দিক থেকে রংপুর সিটি করপোরেশন অনেক পিছিয়ে আছে। তাই এবার পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক সিটি করপোরেশন গড়ার স্বার্থে নৌকায় ভোট দেবেন নগরবাসী।
জনসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত আরা বর্ন্যা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ অন্যান্য নেতারা।
লিফলেট ও নেতা-কর্মীদের নিয়ে একেক দিন একেক এলাকায় উন্নয়নের বার্তা নিয়ে হাজির হচ্ছেন লাঙ্গলের প্রার্থী। গণসংযোগ ও নির্বাচনী পথসভায় নেতা-কর্মীরা তার সঙ্গে যোগ দিচ্ছেন। ভোটারদের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে লাঙ্গলে ভোট চাচ্ছেন তারা। এসময় বিগত ৫ বছরে নগরীর উন্নয়নের চিত্র তুলে ধরছেন তারা।
রবিবার (১১ ডিসেম্বর) নগরীর হাজিরহাট এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে দেখা যায় মোস্তফাকে। এসময় ভোটারদের হাতে লিফলেট দিয়ে লাঙ্গল মার্কায় ভোটের আবেদন করেন তিনি।
প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জেলা কমিটির আহ্বায়ক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মাহিগঞ্জ বাজার, মীরগঞ্জ বাজার, চিলমন ও আরসিসিআই স্কুল মোড়ের পথসভায় বক্তব্য রাখবেন তিনি।
প্রচারণায় অংশ নিয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচারণা করছি এবং জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি গত ৫ বছর ধরে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার খাতা এখন জনগণের হাতে। তারাই আমাকে এখন নম্বর দেবে।
তিনি আরও বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি, প্রচারণা চালাচ্ছি একটি উচ্চমুখর নির্বাচন করতে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। জনগণ যদি ভোট দেয় তাহলে নির্বাচিত হব, না দিলে হব না। জনগণের রায়ের প্রতি আমার শ্রদ্ধা আছে।
নগরীর উন্নয়ন, সিটি করপোরেশনের জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার জন্যই জনগণ লাঙ্গলে ভোট দিয়ে তাকে পুনরায় মেয়র নির্বাচিত করবে বলে আশাবাদী তিনি।
এসজি