ফুলবাড়ীতে বাস-পিকআপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের রাজারামপুর ভিমলপুরস্থ মির্জা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে ও পিকআপচালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে ও পিকআপের সহকারী আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যক্তি ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে এবং পিকআপের যাত্রী মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে টমেটো বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-৪৪৭৪) দিনাজপুর থেকে চাঁপাইনাবাগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের রাজারামপুর ভিমলপুরস্থ মির্জা অটো রাইস মিলের সামনে পৌঁছালে ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক-সহকারীসহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল এসে তিনজনের মরদেহ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহসহ দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। অজ্ঞাত অপরাধী যাত্রীবাহী বাসটি সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসআইএইচ