'মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে'
ফেনীতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে মানবাধিকারকর্মীরা। শনিবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে মানবাধিকর সংগঠন অধিকারর আয়োজনে মানববন্ধনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার ফেনীর ফোকাল পার্সন ও মানবাধিকার কর্মী সাংবাদিক নাজমুল হক শামীম।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবির সভাপতিত্বে ও ইয়ুথ জার্নালিষ্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন।
আরও বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা, বড় ভাই মাহফুজুর রহমান, মেঝো ভাই মোস্তাফিজুর রহমান, রিপনের ছোট মেয়ে ফাহিমা আক্তার নাওফি, ফেনীর গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, কবি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানবাধিকার কর্মী এমডি মোশাররফ ও আবদুস সালাম।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো উচিৎ। মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের স্বজন, সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
এএজেড