বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশিদ ফরিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভুঁইয়া, শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের সভাপতি জোবায়ের হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির মোড়ল, পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম প্রমুখ।
এদিকে, বিকেল ৩ টায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটরসাইকেলের বিক্ষোভ র্যালী মাওনা চৌরাস্তা উড়াল সেতু প্রদক্ষিন করে পুষ্পদাম মাঠে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য ফিরোজ মিয়া, সদর উপজেলা যুবলীগের সাধারাণ সম্পাদক বেলায়েত হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ জাহাঙ্গীর হোসেন, হাদিকুল ইসলাম, কামরুল হোসেন, আব্দুল আলীম দুলালসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অপরদিকে, বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিমের নেতৃত্বে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এএজেড
