রসিক নির্বাচনে আ. লীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলনকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে লতিফুর রহমান মিলন নির্বাচনে মনোনয়ন নেন। এ কারণে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে লতিফুর রহমান মিলনকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, রসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন লতিফুর রহমান। তিনি মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রংপুর জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
প্রসঙ্গত, রংপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে দুইজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং দাখিল করেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন কিন্তু লতিফুর রহমান মিলন প্রত্যাহার করেননি।
এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন বলেন, এই নির্বাচনে আমি দলের হয়ে বা কারো প্রতি বিরাগ থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছি না। স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে এ পর্যন্ত এসেছি। কখনো আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করিনি। আজ আমার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।
এসআইএইচ