বরিশাল থেকে ঢাকামুখী ৪ লঞ্চের যাত্রা বাতিল

যাত্রী স্বল্পতার কারণে বরিশাল নৌ-বন্দর থেকে ঢাকামুখী ৪টি লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। এদিকে গতকালও (বৃহস্পতিবার) বরিশাল থেকে ঢাকামুখী ৩টি লঞ্চের যাত্রা বাতিল হয়েছে যাত্রী স্বল্পতার কারনে। তবে নৌযান কর্মকর্তরা জানিয়েছেন, ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে সংঘাত এবং হয়রানীর আশংকায় বরিশাল নদী বন্দর থেকে ঢাকামুখী যাত্রী কম।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো: কবির। প্রিন্স আওলাদ, পারাবত ১৮, সুরভী ৭ ও সুন্দরবন ১১ লঞ্চ যাত্রা বাতিল করে নদী বন্দরে নোঙ্গর করে রেখেছে। তবে মাত্র একটি লঞ্চ পারাবত ১১ ঢাকায় যাত্রী পরিবহন করবে বলে বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল নদী বন্দর থেকে ঢাকা রুটের ৫ টি লঞ্চের মধ্যে ২টি লঞ্চ স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে গেছে। এমভি সুন্দরবন-১১ লঞ্চের সুপারভাইজার মো. দুলাল জানিয়েছেন, ঢাকামুখী যাত্রী কম। তাই অনেক কেবিন বিক্রি হয়নি। এ কারনে তারা গতকাল ঢাকার যাত্রা বাতিল করে ঘাটে নোঙ্গর করে রেখেছেন।
এদিকে আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির গণসমাবেশের আগে গন্ডগোল হওয়ার আশঙ্কায় যাত্রীদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে। তাই যাত্রী সংকট হয়েছে বলে মনে করেন এমভি পারাবত-১১ লঞ্চের সুপারভাইজার কবির সিকদার।
এ কারণে শুক্রবার (৯ ডিসেম্বর) নৌ-বন্দরে থাকা অন্য সকল লঞ্চের স্বল্পসংখ্যক যাত্রী নিয়েই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন তারা।
এএজেড
