সমাজ উন্নয়নে শ্রেষ্ঠ জয়িতা সাহেরা

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বরগুনায় জয়িতা পুরস্কারে ভুষীত হয়েছেন মোসা. সাহেরা বেগম। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে বেগম রোকেয়া দিবসে বরগুনার ৫ নারী জয়িতা পুরস্কৃত হন। তাদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহরুন নাহার মুন্নী।
মহামারী করোনায় বেতাগীর দুই নারীর মৃত্যুতে কেউ যখন এগিয়ে আসেনি মোসা. সাহেরা বেগম নিজ হাতে গোসল করান ও স্বামী সন্তান নিয়ে মৃতদেহের দাফন কাজ সম্পন্ন করেন। এছাড়াও গ্রামীণ জনপদে নিরবে নিভৃতে প্রচার বিমুখ নারী উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির কাজ করে যাচ্ছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে তিনি ২০১২ সালে নিজ উপজেলা বরগুনার বেতাগীতে আঁধারের নারী কল্যাণ সমিতি নামে একটি প্রতিষ্ঠান করেন এবং এর মধ্যেমে বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ে নিরুৎসাহিতকরণ, প্রতিরোধ ও সচেতনতাসহ কিশোরীদের মনোবল বৃদ্ধিতে সভা করছেন।
এছাড়াও করোনাকালীন সময়ে মাক্স, হ্যান্ড স্যানিটাইজারসহ কিশোরীদের পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে তিনি বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে সেনেটারী ন্যাপকিন বিতরণ করেছেন।
নারী উন্নয়ন ও ক্ষমতায়নের প্রতিক হিসেবে হাস-মুরগি বিতরণ, আঙিনায় অনাবাদি জমিতেই শাক সবজি উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন ও রবিশস্যের বীজ বিতরণ করেন তিনি।
এএজেড
