দুর্নীতিবাজদের উৎখাত করতে হবে, বলেছিলেন বঙ্গবন্ধু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে দুর্নীতিবাজদের সামাজিক ভাবে বর্জন করার আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী এক ভাষণে তিনি বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে এবং দুর্নীতিবাজদের খতম করে বাংলাদেশের দুঃখী মানুষের দুঃখ মোচন করতে হবে। বঙ্গবন্ধু আরও বলেছিলেন জনগনের সমর্থন ছাড়া কেবলমাত্র আইন করে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। বাংলার জনগনের এক নম্বর কাজ হবে বাংলার মাটি থেকে দুর্নীতিবাজদের উৎখাত করতে হবে।
শুক্রবার (৯ ডিসেম্বর ) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২২ উপলক্ষে মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। 'দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব' শ্লোগানে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল।
আলোচনা সভার আগে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় এবং দুদকের পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতিকে না বলি, 'দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি' 'দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন' 'দুর্নীতির করাল গ্রাস, জাতির জন্য সর্বনাশ' 'রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ' শ্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন।
মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, সততা সংঘের সদস্য, স্কাউট সদস্য, পিকেএসএফের সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এএজেড
