নড়াইলে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের বেহাল অবস্থা

দেখে বুঝার উপায় নেই এটি একটি স্মৃতি জাদুঘর। চারপাশে ময়লার স্তুপ এবং ঢেকে আছে আগাছায়। এ অবস্থা নড়াইল জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের। নির্মাণের পর থেকে কখনো খোলা হয়নি। অবহেলায় পড়ে আছ স্মৃতি জাদুঘরটি। শিশুদের দোলনা, টয়লেট থেকে শুরু করে বেসিন, মোটর লাইটসহ অনেক জিনিসপত্রই খোয়া গেছে। সন্ধ্যায় মাদকসেবিদের আড্ডা বসে বলেও অভিযোগ স্থানীয়দের। স্মৃতিফলকে দেওয়া জেলার মুক্তিযোদ্ধাদের তথ্যেও গড়মিলে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।
জানা যায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চের অপরপাশে চিত্রা নদীর পাশে নির্মাণ করা হয় মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরটি। তবে নির্মাণের পর থেকে সংশ্লিষ্টদের অবহেলায় তা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, গেট লাগানোই থাকে। ভিতরে যাওয়ার মতো পরিস্থিতি নাই। বন-জঙ্গলে ভরে গেছে। বিভিন্ন নেশাগ্রস্ত লোকজন এসে এখানে আড্ডা দেয়। মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের এ অবস্থা মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল বলেও জানান তারা।
জাদুঘরের স্মৃতিফলকে মুক্তিযোদ্ধাদের তথ্যে গড়মিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু জানান, ওখানে যে তথ্য দেওয়া আছে তার মধ্যে গড়মিল এবং অসত্য রয়েছে।
মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের এ অবস্থার ব্যাপারে জানতে চাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু বলেন, তারা কাজ সম্পন্ন করে ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষের কাছে বুঝে দিয়েছেন। তবে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলছেন, সংস্কারের কথা বলে চাবি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সেই চাবি আর ফেরত দেওয়া হয়নি।
এদিকে সব ঠিকঠাক করে শীঘ্রই জাদুঘরটি খোলার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসআইএইচ
