পিকআপের সঙ্গে র্যাবের গাড়ির সংঘর্ষে নিহত ৩

মাগুরায় পিকআপ ভ্যানের সঙ্গে র্যাবের গাড়ির সংঘর্ষে র্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার সাইত্রিশ এলাকার রাওতড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর রাত সাড়ে ৪টায় ফেনসিডিল বহনকারী একটি পিকআপ ভ্যানকে থামতে বলে র্যাবের টহলবাহী গাড়ি। কিন্তু পিকআপটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় পিকআপ ভ্যানটিকে ধাওয়া করতে গিয়ে মাগুরা সদর উপজেলার সাইত্রিশ এলাকার রাওতড়া নামক স্থানে র্যাবের গাড়ি ও ওই পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন র্যাব সদস্য কর্পোরাল আনিসুর রহমান (৩৫)। হাসপাতালে হতাহতদের নেয়ার পর আরও দুজন মারা যান। তাদের মধ্যে একজন হলেন র্যাব সদস্য ফারুক হোসেন (৩৮) অপরজন পিকআপচালক। পিকআপচালকের পরিচয় জানা যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মাগুরা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী বলেন, র্যাবের গাড়ি ও মাদক বহন করা গাড়িটি ঘটনাস্থলে রয়েছে। সেগুলো উদ্ধারের কাজ চলছে। ধাওয়া করা পিকআপ ভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এসআইএইচ
