পলাশবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ীতে জনবসতি-বিদ্যালয় সংলগ্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দুইটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ১৪ টাকা জরিমানাসহ পানি ছিটিয়ে আগুন নেভানোর পাশাটাশি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নে পশ্চিম গোপীনাথপুর গ্রামে এমএমবি ও এমএসএম ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে গোপাল চন্দ্রের এমএমবি ইটভাটাকে ৮ লাখ টাকা ও সাইদার রহমানের মালিকানাধীন এমএসএস ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপসচিব সৈয়দ ফরহাদ হোসেন।
তিনি জানান, অবৈধ ইট ভাটা বন্ধে মহামান্য হাইকোর্টের আদেশ পালনে নিয়মিত অভিযানের অভিযানের অংশ হিসেবে আজ দুটি ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হলো। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে বুধবার (৭ ডিসেম্বর) জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ীতে ৩ টি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এসময় ইটভাট গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এএজেড
