নড়াইলে অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

নড়াইলে অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড কার্তুজসহ দুইজন এবং সদরের নাকশী মাদ্রাসা বাজার থেকে ৪৫৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ মো. সাজেদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের এমবিসি ইটভাটা এলাকা থেকে একটি ব্যাগের মধ্যে গামছা দিয়ে মোড়ানো একটি ওয়ান শুটার ও তিন রাউন্ড কার্তুজসহ মো. হৃদয় শেখ (২৩) ও মো. হৃদয় হোসেন (২০) কে আটক করা হয়। মো. হৃদয় শেখ খুলনার ফুলতলা গ্রামের জব্বার শেখের ও হৃদয় হোসেন সাতক্ষীরার কলারোয়া থানার সিংহলাল গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। এদিকে ওইদিন বিকালে সদর উপজেলার নাকশী মাদ্রাসা বাজারের সুজন মোল্যার মুরগীর দোকানের সামনে থেকে ৪৫৫ পিস ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেনকে (৩৪) আটক করা হয়। সাদ্দাম হোসেন ফরিদপুর জেলার আলফডাঙ্গা থানার বুড়াইচ গ্রামের আকবর শেখের ছেলে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কালিয়া ও নড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসআইএইচ
