বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আর্জেন্টিনার সমর্থক নিহত

ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে হ্নদয় (২০) নামের এক আর্জেন্টিনার
সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত হ্নদয় ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়ে সেখানেই ঘটনার সূত্রপাত ঘটে। এরপর মঙ্গলবার রাতে ধনিয়া ইউনিয়নের ছেউয়াখালী এলাকায় তাফসির মাহফিল চলাকালীন সময়ে স্থানীয় যুবকরা নুডুলস রান্নার সময় লাকড়ি নেওয়া নিয়ে বাকবিতণ্ডায় পূর্বের ঘটনার প্রতিশোধ নিলে এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে হ্নদয়সহ ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হ্নদয় মারা যান।
নিহত হ্নদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ‘ভ্যানগাড়ী চালিয়ে ছেলেকে বিএ পাশ করিয়েছি। আজ খলিল আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’
এ ব্যাপারে ভোলা সদর থানার এসআই কবির উকিল বলেন, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় হ্নদয় মৃত্যুবরণ করেন।
আহতদের মধ্যে অভিযুক্তদের পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এসআইএইচ
