কপোতাক্ষ নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় কপোতাক্ষ নদীতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনেরা।
নদীর পানিতে পড়ে মারা যাওয়া শিশুটির নাম হাসিবুর রহমান। সে উপজেলার হরিহরনগর ইউনিয়নের মাহাতাব নগরের আজিজুর রহমানের ছেলে।
শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝাঁপা ক্যাম্প পুলিশের এসআই সামনুর মোল্লা সোহান বলেন, আজিজুর রহমানের বাড়ি কপোতাক্ষ নদীর তীরে। মঙ্গলবার বিকালে শিশুটি বাড়ির উঠানে খেলা করা অবস্থায় নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ ভাসতে দেখেন তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের অনুরোধ ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসআইএইচ
