গোবিন্দগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় ফল ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু-মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মিলন (২৬) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চার মাথায় এ ঘটনাটি ঘটে। নিহত মিলন শিবপুর রুদ্রনগর গ্রামের জলিল উদ্দিন কালু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন মোটরসাইকেল নিয়ে চারমাথা মোড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতির বালু ও মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ঢোকার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন ট্রাকের চাকার নিচে পড়ে প্রাণ হারায়।
এ ঘটনায় বিক্ষুব্ধ ফল ব্যবসায়ী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়। ফলে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধদের শান্ত করে এবং ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, যানবাহন স্বাভাবিক রয়েছে।
এসআইএইচ
