দ্রব্যমূল্য নিয়ে জনগণকে চিন্তা না করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে জনগণকে চিন্তা না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৈশ্বিক পরিস্থিতির কারণে বেড়েছে। আমাদের ডলারের বিপরীতে টাকার ডি ভ্যালু হয়েছে। আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করছি। এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিচ্ছি। বিশ্ব পরিস্থিতি ও গ্লোবাল কনসেপটে আমরা খারাপ অবস্থায় নই ভালোই আছি। ইনশাআল্লাহ পরিস্থিতি আর খারাপ হবে না।
রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক মজুত আছে। আসন্ন রমজান মাসের জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ আমদানির ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে এলসির ব্যাপারে কথা হয়েছে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিএনপি পল্টন ময়দানে সমাবেশ করবেন বলে গোঁ ধরেছে। অপেক্ষা করেন তারা কত কী করতে পারে দেখা যাক। শুধু মুখে বললে তো হবে না বৃক্ষ তোমার নাম কী, ফলেই পরিচয় হবেই।
এসএন