রিপেয়ার বাংলাদেশের একটি ব্যতিক্রমী উদ্যোগ

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর সঙ্গে একটি ব্যতিক্রমী মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকালে রিপেয়ার বাংলাদেশের উদ্যোগে ব্যতিক্রমী এ মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে ‘রিপেয়ার বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার বজলুল কবির ভূঁইয়া।
প্রতিষ্ঠার পর থেকে এই সামাজিক সংগঠনটির কয়েকশ সদস্য পরিবেশ উন্নয়নে কাজ শুরু করে। পরবর্তীতে তারা দেশের নানা জেলা, উপজেলায় নিজেদের অর্থে ছাত্র-ছাত্রীদের জন্য উন্নত মানের টয়লেট নির্মাণ কার্যক্রম হাতে নেয়। এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ টাকা ব্যয় করে সংগঠনটি অর্ধ শতাধিক আধুনিক টয়লেট নির্মাণ করে। বিশেষ করে মেয়েদের স্কুল, কলেজগুলোতে তারা অধিক টয়লেট নির্মাণ করে দেয়।
এ ছাড়া রিপেয়ার বাংলাদেশ দেশের ৭০টির বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মোটিভেশনাল সেশন সম্পন্ন করেছে। এ সব সেশনে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।
রিপেয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা বজলুল কবির ভূঁইয়া নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আশা করছি ব্যতিক্রমী মোটিভেশনাল এ সেশনে শিক্ষার্থীরা জীবন গড়ার অনেকগুলো বিষয়ে জানতে পেরেছে। যা দেশ, সমাজ এবং তাদের নিজেদের জীবন গড়তে কাজে লাগবে।
আরএ/
