সাঘাটার ঘুড়িদহ ইউপি নির্বাচনে ৬৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

আগামী ২৯ ডিসেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত ৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করে।
এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন, স্বতন্ত্র সেলিম আহমেদ তুলিপ, বজলুর রহমান টিয়া, সাংবাদিক জয়নুল আবেদীন, জামিল হোসেন ও সাইদুর রহমান। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, তফসিল মোতাবেক আগামী ৩ ডিসেম্বর বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ঘুড়িদহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫২ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২৭০ ও নারী ১১ হাজার ২৮২ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এসজি
