মাদারীপুরে ‘ঢাকাপ্রকাশ’এর বর্ষপূর্তি উদযাপনে নানা আয়োজন

‘এগিয়ে চলার প্রত্যয়, সততা ও সুসাংবাদিকতায়’-এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাপ্রকাশ’ এর ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন। এ সময় বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজকের সমাজে আমরা যত বিচ্যুতি বা সমস্যা দেখছি সবকিছুর মূলই হচ্ছে মানুষ। মানুষ চাইলে সব কিছু করতে পারে। মাটি ও মানুষ দিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এ জন্য মানুষের মধ্যে পরিবর্তন, মানুষিক, মূল্যবোধ থাকতে হবে। আমরা ২০৪১ সালের যে স্বপ্ন দেখছি উন্নত দেশ গড়ে তুলতে হলে আগে তৈরি করতে হবে সোনার মানুষ।
ইউএনও আরও বলেন, সোনার মানুষ ছাড়া সোনার বাংলার উন্নতি হবে না। উন্নতির সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যাবে মানুষের মানবিক উন্নয়ন। সারা দুনিয়ায় আধুনিক উন্নয়নের যে সংজ্ঞা সেই সংজ্ঞায় তিনটি বিষয়ের কথা বলা হয়েছে তা হলো-এক. আত্মনির্ভরশীল, দুই. সম্মানজনক কর্ম, তিন. আত্মমর্যাদা।
ঢাকাপ্রকাশের মাদারীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেল সহকারী পুলিশ সুপার আলাউল, পৌরসভার প্যানেল মেয়র সাইদুল বাশার টফি, কাউন্সিলর আব্দুল হাই বেপারী, কাওছার হাওলাদার।
এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, সাধারণ সম্পাদক এম.আর মর্তুজাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসআইএইচ
