আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

গাইবান্ধায় আনন্দ উল্লাস করে মোটরসাইকেল শোডাউন করেছে আর্জেন্টিনা সমর্থকরা। বুধবার (৩০ শে নভেম্বর) বিকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠ থেকে এ শোডাউন বের করে সমর্থকরা। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌর পার্কে গিয়ে শেষ হয়।
শোডাউনে কয়েক শতাধিক আর্জেন্টিনা সমর্থক হাতে দলের পতাকা, বাঁশি এবং মোটরসাইকেল যোগে আনন্দ উল্লাস করে। শোডাউনে অংশ নেয়া আর্জেন্টিনার সমর্থকরা শতভাগ আশাবাদী আজ রাতে তাদের প্রিয় দল আর্জেন্টিনা প্রতিপক্ষ পোল্যান্ডকে পরাজিত করে জয়লাভ করবে।
তাদের প্রিয় তারকা খেলোয়াড় লিওলেন মেসির হাত ধরে এগিয়ে যাবে আর্জেন্টিনা দল। শোডাউন শেষে সমর্থকরা এক সাথে প্রিয় দলের খেলা উপভোগ করতে সবাইকে রাতে গাইবান্ধা পৌর পার্কে বড় পর্দায় খেলা দেখার আমন্ত্রণ জানান।
এএজেড
