হোটেলে যুবক হত্যায় দুইজনের আমৃত্যু কারাদণ্ড

কক্সবাজার শহরের কলাতলী হোটেল কক্ষে আবদুল মালেক (২৪) নামের এক যুবককে হত্যার দায়ে দুইজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিতদের ৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) এ রায় ঘোষণা করেন কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
দণ্ডিত আসামিরা হলেন-নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালাম ও পারুল বেগমের ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু (৩৬) এবং একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রব ও পরী বানুর ছেলে মো. মোতালেব (৩৫)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
খুনের স্বীকার হওয়া আবদুল মালেক কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের (ঘোনার পাড়া) বাদশার ঘোনার জাকের হোসেনের ছেলে।
হোটেলে হত্যার দায়ে দুইজনের আমৃত্যু কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম।
এসআইএইচ
