গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সামিন টেক্সটাইল কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।
সোমবার (২৮ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ভবানীপুর এলাকায় অবস্থিত স্থানীয় সামিন টেক্সটাইল কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতার কারণে গাজীপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, বর্তমানে গাজীপুর, শ্রীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তুলার গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লাগছে।
এসআইএইচ
