দিনাজপুরের ৫ বিদ্যালয়ে কেউ পাস করেনি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে পাঁচটি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এ পাঁচটি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৭ জন। বিদ্যালয়গুলো হলো- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কুঞ্জামহিপুর দ্বি-মুখি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী ডিমলা উপজেলার পশ্চিম খাড়িবাড়ী আছিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার খামার বারাই বাড়ি উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের খানসামা উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার দিনাজপুর বোর্ডের অধীনে আটটি জেলার ২ হাজার ৬৯০টি প্রতিষ্ঠানের এক লাখ ৭৬ হাজার ৮৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে এক লাখ ৪১ হাজার ৬৮২ জন পাস করে। পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। এবারে এই বোর্ড থেকে ২৫ হাজার ৫৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ১৩ হাজার ৩৮৬ জন এবং ছাত্র ১২ হাজার ২১৮ জন।সোমবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে ৮৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শিক্ষাবোর্ডের পরিসংখ্যান হিসাবে গত চার বছরের মধ্যে এবারের ফলাফল খারাপ। ২০২১ সালে এই বোর্ডের অধীনে ৯৪ দশমিক ৮০ শতাংশ, ২০২০ সালে ৮২ দশমিক ৭৩ শতাংশ, ২০১৯ সালে ৮৪ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ এ এবারের ফলাফল সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
এএজেড
