পঞ্চগড়ে গড় পাশের হার ৭৯.১৩

পঞ্চগড়ে এসএসসির ফলাফলে এবারও এগিয়ে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে ২৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ২০০ জন।
এর পরের স্থানে রয়েছে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে ২৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন।
চলতি এসএসসি পরীক্ষায় ১২ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৯ হাজার ৫৮৫ জন। গড় পাশের হার ৭৯.১৩%। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২২৭ জন। পরীক্ষায় ৬ হাজার ১৫২ জন ছেলে শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪ হাজার ৮১৩ জন।
ছেলেদের পাশের হার ৭৮.২৩% এবং ৫ হাজার ৯৬১ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪ হাজার ৭৭২ জন। মেয়েদের পাশের হার ৮০.০৫%। জেলার বোদা উপজেলার বলরাম হাট মডেল গার্লস স্কুল থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি। ২জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তারা দুই জনই ফেল করে।
এএজেড
