যুবদল নেতা হত্যা মামলায় ২ জনের ফাঁসি

রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলু হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন ও ৪ জনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার ২৮ নভেম্বর বিকাল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রুহুল আমীন এ রায় দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মীর এনাম আলী বাচ্চু ও সানোয়ার হোসেন জকি। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন, ইয়াকুব, রশিদ, শাহীন, ফরহাদ হোসেন বাপ্পী ও রানা।
জানাগেছে, ২০১২ সালের ২৩ আগষ্ট রাতে বাড়ীর ফেরার সময় বিনোদপুর এলাকায় শামছুল আলম বাবলুকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে বাবলুর ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে ১৩ জনকে আসামী করে মামলা করেন।
পরে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিজ্ঞ আদালত। এবং দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালত এ রায় প্রদান করেন। জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডঃ উজির আলী এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন।
এএজেড
