আর্জেন্টিনার ম্যাচ দেখতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র
চলতি ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ ঘিরে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে উন্মাদনা। গভীর রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে আর্জেন্টিনার ম্যাচটি উপভোগ করেছেন হাজার হাজার ভক্ত-সর্মথকরা।
শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হয় আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচ। বড় পর্দায় পছন্দের দলের খেলা দেখতে শীত উপেক্ষা করে সমুদ্রসৈকতের বালিয়াড়িতে হাজার হাজার ভক্ত-সমর্থকরা সমবেত হন।
খেলার দ্বিতীয়ার্ধে মেক্সিকোর জালে আর্জেন্টিনা দুই বার বল জড়ালে আনন্দ-উল্লাসে আত্মহারা হয়ে পড়েন সমুদ্রসৈকতে খেলা উপভোগ করতে আসা আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা। পরে রাত ৩টায় বিজয় র্যালি, স্লোগান ও বাজি ফুটিয়ে উল্লাসে মেতে উঠেন তারা।
সমুদ্রসৈকতে খেলা উপভোগ করতে আসা আর্জেন্টাইন ভক্ত শহিদুল্লাহ কাইসার বলেন, রাত জেগে প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করতে চলে এলাম সৈকতে। এখানে আর্জেন্টিনার ভক্তের পাশাপাশি হাজার হাজার মানুষ এসেছেন খেলা দেখার জন্য।
তিনি আরও বলেন, আর্জেন্টিনার ভক্তরা মনেপ্রাণে চেয়েছেন যেন আর্জেন্টিনা এই ম্যাচটি জিতে যায়। আমাদের আশা পূরণ হয়েছে।
আর্জেন্টিনার আরেক সমর্থক শামীম সরওয়ার বলেন, আমাদের বিশ্বাস ছিল আর্জেন্টিনা জিতবে। মেসির প্রথম গোলের কারণে আর্জেন্টিনার মনোবল বেড়ে যায় এবং তারা পুরোদমে খেলে অবশেষে দুই গোলের ব্যবধানে জয় পায়। আমরা আশাবাদী আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে।
এসজি