রংপুরে বিএনপির ২১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আল্টিমেটাম

রংপুর জেলা বিএনপির ২১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের দায়ের কারা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটি। সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রংপুর অচলের হুমকি দিয়েছেন তারা।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার আলী বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে বিএনপি। বিক্ষোভ মিছিল করার জন্য রংপুর শহরের শাপলা চত্বরে রংপুর জেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীরা সমবেত হয়। নগরীর শাপলা চত্বর থেকে একটি শান্তিপূর্ণ মিছিল গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের অভিমুখে রওনা হয়। শ্যালো মার্কেটের সামনে পুলিশ বেরিকেড দিয়ে শান্তিপূর্ণ মিছিলটিতে বাধা দেয়। নেতারা পুলিশকে আশ্বস্তসহ অনুরোধ করে বলেন-শান্তিপূর্ণ মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে সমাপ্ত করবে। পুলিশ কোনও কথা না শুনে নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ ও রাইফেলের বাট দিয়ে মারধর শুরু করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে কেউ দলীয় কার্যালয়ে আবার কেউ বাইরে ভীত সন্ত্রস্ত অবস্থায় নিরাপদ আশ্রয় নেয়। পুলিশ দলীয় কার্যালয়ে প্রবেশ করে নেতা-কর্মীদের আবারও মারধর শুরু করে। এ সময় আনিছুল মন্ডল ও রাশেদুল ইসলামের মাথা ফেটে যায় এবং অনেকে আহত হন।
তিনি আরও বলেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ২২ নভেম্বর তার এক নিকটাত্মীয়ের হার্ট অপারেশন ও ব্যবসার কাজে ঢাকায় ছিলেন। তাকে সহ ১৮ জনকে এবং অজ্ঞাত আরও ২০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট মামলা করেছে পুলিশ। শান্তিপূর্ণ মিছিলটিকে বাধাগ্রস্ত করে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পুলিশের লাঠিচার্জসহ মারধর করাটা সন্দেহজনক। পুলিশের দাবি মতে, ইট-পাটকেল নিক্ষেপ একটি মনগড়া কাহিনী মাত্র। পুলিশের করা মামলার ধারার সঙ্গে ঘটনার বর্ণনা সাংঘর্ষিক। কাজেই উক্ত মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ফরমায়েশি।
আফসার আলী বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলাটি প্রত্যাহার করা না হলে মঙ্গলবার থেকে জেলার আট উপজেলায় মানববন্ধন, পৌরসভা ও জেলায় প্রতিবাদ সভাসহ গণতান্ত্রিক আন্দোলনে রংপুর অচল করে দেওয়া হবে। এ সময় জেলা ও মহানগর বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসআইএইচ
