৯৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রায় চালু নবেসুমি

চলতি মৌসুমে ১ লাখ ৪০ হাজার টন আখ মাড়াই করে ৯ হাজার ৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রায় চালু হলো নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকার নর্থ বেঙ্গল সুগার মিল্স লিমিটেড। শুক্রবার বিকাল ৩ টার দিকে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জেলা আ'লীগ সভাপতি আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও লালপুর -বাগাতিপাড়ার এমপি শহিদুল ইসলাম বকুল।
উদ্বোধনী শেষে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপুর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। চলতি মাড়াই মৌসুমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ মাড়াই দিবস।
এএজেড
