লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা

লক্ষ্মীপুরে পুলিশের বাধার মুখে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ফন্ট হয়ে গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর শহরের কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবন প্রাঙ্গণ থেকে লক্ষ্মীপুরে জেলা ছাত্রদল এ বিক্ষোভ মিছিল বের করে।
এসময় মিছিলটি বাজারের গোডাউন এলাকায় পৌঁছলে পুলিশ বাধার মুখে পড়ে। পরে তাদের বিক্ষোভ মিছিল ফন্ট হয়ে যায়। বর্তমানে গোডাউন রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিক্ষোভ-মিছিলে প্রায় দুইশতাধিক নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল অংশগ্রহণ নেয়।
জেলা ছাত্রদলের দায়িত্বশীল এক নেতা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলা, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জাসামকে গুম করার অপচেষ্টা ও সারা দেশে সাঁড়াশি গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। পুলিশের বাধার মুখে পড়ে আমাদের মিছিল শেষ হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) তদন্ত মো. মমিনুল হক জানান, ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজার প্রবেশ করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত দেখে বিক্ষোভকারিরা পালিয়ে যায়।
এএজেড
