কিশোরগঞ্জে সাহিত্য মেলার উদ্বোধনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা-চেতনা,অনূভুতি,সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনূভুতি হচ্ছে সাহিত্য। কিশোরগঞ্জে শুরু হয়েছে দুই দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা-২০২২ আজ বুধবার (২৩নভেম্বর) সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাহিত্য মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সাহিত্য মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর,পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামিলীগ এর (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। তৃণমূল পর্যায়ে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন কবি, সাহিত্যিক,প্রাবন্ধিক,ছড়াকার ও শিল্পীরা।
এএজেড
