বেকারী ও ঔষুধের দোকানে ভোক্তার অভিযান, জরিমানা

ফেনীর ছাগলনাইয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অপরিচন্নতা, ক্ষতিকর রং ব্যবহারসহ অন্যান্য অভিযোগে একটি বেকারী ও ঔষুধের গায়ে লেখা মূল্য কেটে কলম দিয়ে বেশী লেখার অভিযোগে একটি ঔষধ দোকানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের জমদ্দার বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ রঙ ও কাস্টার্ড পাউডার বেকারি পণ্যে ব্যবহার করার অপরাধে বিসমিল্লাহ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর বাজারের টাউন ফার্মেসীতে ঔষুধের গায়ের মুল্য কেটে নতুন দাম লিখে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনীর সহকারী পরিচালক (অ.দা) মো. কাউছার মিয়া। তাঁকে সহযোগিতা করেন ছাগলনাইয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. ফখরুল ইসলাম ও ছাগলনাইয়া থানা পুলিশের একটি টিম।
এএজেড
