বীজ ও সার পেল সাড়ে ৭ হাজার কৃষক

ফেনীতে রবি/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আওতায় ৭ হাজার ৫১০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার।
কৃষি বিভাগ জানায়, প্রনোদনার আওতায় ১০০ জন গম চাষীকে জনপ্রতি ২০ কেজি বীজ, ২০ কেজি সার দেয়া হয়েছে। একইভাবে ৮০ জন ভুট্টা চাষীকে জনপ্রতি ২ কেজি বীজ ও ৩০ কেজি সার, ৬২৯০ জন সরিষা চাষীকে ১ কেজি বীজ ২০ কেজি সার, ৬৫০ জন সূর্যমুখী চাষীকে ১ কেজি বীজ ও ২০ সার, ৫০ জন চিনাবাদাম চাষীকে ১০ কেজি বীজ ও ১৫ কেজি সার, ৩০ জন সয়াবিন চাষীকে ৮ কেজি বীজ ও ২০ কেজি সার, ৩০ জন মুগ চাষীকে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার, ১৯০ জন মসুর চাষীকে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার, ৯০ জন খেসারী চাষীকে জনপ্রতি ৮ কেজী বীজ ও ১৫ কেজি সার দেয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, মঙ্গলবার উদ্বোধনী দিনে ফেনী সদর উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়নিক বিতরণ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে বাকী প্রণোদনা তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় ফেনী সদর উপজেলায় ৪৯ লক্ষ ৬৬ হাজার টাকা বরাদ্দের অনুকূলে এ প্রণোদনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এএজেড
