আর্জেন্টিনার হারে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সমর্থক

ফাইল ছবি
আর্জেন্টিনার খেলা দেখার সময় খেলার শেষ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে কাউসার জাভেদ কাকন (৪০) নামে এক আর্জেন্টাইন সমর্থকের মৃত্যু হয়েছে। খেলার শেষ দুই মিনিটের সময় আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।
কাউসার জাভেদ কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা। গ্রামের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে বসে খেলা দেখছিলেন তিনি।
কাকনের ভাই আনোয়ার পারভেজ মামুন জানান, তার ভাই আর্জেন্টাইন সমর্থক। মঙ্গলবার বিকালে কুমিল্লার নিমারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখছিলেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, তিনি মৃত্যুর বিষয়টি এখনো শোনেননি। এ বিষয়ে খোঁজ নিচ্ছেন। পরে জানাতে পারবেন।
এসজি
