'মিথ্যাকে পূঁজি করে বিএনপির রাজনীতি'

'বিএনপির রাজনীতি মিথ্যাকে পূঁজি করে' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের এমপি। তিনি বলেন, শেখ রহমান, আবদুর রহমান, বাংলা ভাইয়ের মত জঙ্গীবাদ বিএনপির আমলে সৃষ্টি হয়েছে। জঙ্গীবাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে। অথচ সম্প্রতি আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনাকে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম। বাংলাদেশের আইন যদি মিথ্যাচার নিষিদ্ধ করতো। তা হলে ফখরুল তথা বিএনপির অস্তিত্ব টিকাতে পারতো না। বিএনপির রাজনীতি মিথ্যাকে পূঁজি করে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, সারাবিশ্বে এখন সংকট চলছে, বাংলাদেশও কিছুটা বিপদে পড়েছে। অস্বীকার করার কিছু নেই। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, তাই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে দূর্ভিক্ষ হবে এক কথা বলেন নি।
তিনি বিশ্ব নেতাদের বলেছি, সারাবিশ্বে দুর্ভিক্ষের প্রভাব পড়বে। তারপরও বিএনপি নেতা ফখরুল বার বার সেই মিথ্যাচার করেই যাচ্ছে। শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে রাতে ঘুমান না। মানুষকে বাঁচাতে চায়। বাংলাদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে শেখ হাসিনা প্রচেষ্টায় বাংলাদেশ আবার ঘুড়ে দাঁড়াবে। তবুও ফখরুলের মিথ্যাচার বন্ধ হবে না। তবে মিথ্যাচারের বিরুদ্ধে খেলা হবে।
বিএনপি তত্বাবোধায়ক সরকার শব্দটি মৃত বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির তত্বাবোধায়ক সরকার আর কখনো জীবিত হবে না। বিশ্ব সংকটের জন্য বাংলাদেশ আজকে সাময়িক সময়ের জন্য বিপদে পড়েছে। অসহায় সাধারণ মানুষের কষ্টকে পূঁজি করে বিএনপি আজকে রাজনীতি করছে। তাদের আর কোন পুজি নেই।
আওয়মী লীগের আমলে পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম প্রকল্প, বঙ্গবন্ধু ট্রার্ণেল তৈরি হওয়ায় তাদের জালা সহ্য হচ্ছে না। তাদের পূঁজি একটাই মানুষে উসকানি দিয়ে, ক্ষেপিয়ে দিচ্ছে সরকারের বিরুদ্ধে। তারা সরকারের পতন চায়। বিএনপির এ স্বপ্ন কখনো বাস্তব হবে না।
বাংলাদেশে এখনো ৩৬ বিলিয়ন ডলারের কাছাকাছি রিজার্ভ আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে ৫ বিলিয়ন ডলারেরও কম ছিলো বাংলাদেশের রিজার্ভ। তত্বাবোধায়ক আমালের ৭-৮ বিলিয়ন ডলার থেকেও ৪৮ বিলিয়ন ডলারের নিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন খাদ্য ও জালানি আমদানী করে দেশের মানুষ বাঁচানোর জন্য।
বিএনপি সেটিকে নিয়েও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে এখনো ৬ মাসের আমদানি করার টাকা রিজার্ভ রয়েছে। কোন দেশে সংকট হলে ৩ মাসের টাকা রিজার্ভ থাকে। কিন্তু বাংলাদেশের রয়েছে ৬ মাসের রিজার্ভ। এটাকে সংকট বলা যাবে না। শেখ হাসিনার মত সৎ যোগ্য নেত্রী বাংলাদেশে আছে বলেই দেশ সংকট থেকে বেচেঁ আছে। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপিকে এ অপ্র প্রচার ও মিথ্যাচারের জবাব দেয়া হবে। এ জন্য সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের আওয়াজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেণ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম। জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুউল আলম হানফি, সাবেক পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপিসহ প্রমূখ।
এএজেড
