সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের বেলকুচিতে ইমন (৬) নামের এক শিশুকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও একই মামলায় পেনাল কোডের ২০১ ধারায় তাদেরকে ২ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে এ রায় দেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ।
দণ্ডপ্রাপ্তরা হলেন-বেলকুচি উপজেলার চক মকিমপুর গ্রামের বাসিন্দা সোহেল, কাউছার, হীরন, আল আমিন ও ওসমান। মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজ করনী লকেট এসব তথ্য নিশ্চিত করেন।
এসআইএইচ
