বিশ্বকাপ ফুটবল: সোনাগাজীতে চুল কাটায় বিশেষ ছাড়

যুগে যুগে তারকা ফুটবলারদের অনুকরণ করে বিভিন্ন ডিজাইনে চুল কেটে থাকেন ভক্তরা। ফুটবল আর চুলের স্টাইলের সম্পর্কটা একদম শুরু থেকেই। তবে ফেনীর সোনাগাজীর পৌর শহরের কলেজ রোডে ফেইসলুক জেন্স পার্লারের (সেলুন) বিশেষত্ব কেবল স্টাইলে নয়। এখানে কাজ করা দুই নর সুন্দরের (নাপিত) মধ্যে একজন আর্জেন্টিনা, অপরজন ব্রাজিল দলের সমর্থক। সেই কারণেই বিশ্বকাপ চলাকালীন সময়ে এখানে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের জন্য চুল কাটা ও সেভসহ অন্য যেকোনো কাজে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
জানা গেছে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের জন্য ১৫ শতাংশ এবং অন্যান্য দলের সমর্থকদের জন্য ১০ শতাংশ মূল্য ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
দোকানের মালিক থেকে কর্মচারি পর্যন্ত সেলুনের সবাই মেসি ও নেইমারদের ভক্ত। তাদের বিশ্বাস, কাতার বিশ্বকাপের ফাইনালে শিরোপা মেসি বা নেইমারের হাতে উঠবে। তাই তাদের এমন ঘোষণায় বেশ সাড়াও মিলছে।
ফেইসলুক জেন্স পার্লারের মালিক ও কর্মচারীরা জানায়, ফুটবল বিশ্বকাপ খেলায় নিজের সমর্থিত পছন্দের খোলোয়াড়কে অনুসরণ করে চুল কাটাও সেরে নিচ্ছেন অনেক ভক্তরা। এক কথায় সোনাগাজীর তরুণদের মধ্যে বিশ্বকাপ ফুটবল নিয়ে চুল কাটায় আভিজাত্যের ছোয়া বিরাজ করছে। তাই সৌন্দর্য্যের দিকে খেয়াল রেখে চুল ছাটাই নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত সময় পার করছে অনেক তরুণ। বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে অনেক তরুণ চুলের ছাঁটাইয়ে বিভিন্ন দেশের
খেলোয়াড়দের স্টাইল অনুকরণ করছে।
ফেইসলুক জেন্স পার্লারের কারিগর প্রিন্স চন্দ্র দাস বলেন, কাতার ও ইকুয়েডর দলের খেলার মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবল শুরু হয়। তাই পার্লারে ব্যস্ততা বেড়ে গেছে। বিশেষ করে তরুণ যুবকরা বিভিন্ন দেশের খেলোয়াড়দের স্টাইল অনুসরণ করে চুল ছাঁটাই করতে আসছে। তিনি পার্লারে কুইফ, মোহাক, ফেড কাট, আন্ডার কাট, পোম্পাডোর ডিসকানেকটড পোম্পাডোরসহ ক্যাটালগ অনুযায়ী বিভিন্ন স্টাইলে চুল ছাঁটাই করাসহ চুলের ট্রিটমেন্ট ও ফেসিয়াল নিয়ে সারাদিন ব্যস্ত সময় পার করছেন। তবে ছাড় ঘোষণা করায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বেশি চুলের স্টাইল করছেন তরুণরা।
তিনি আরও জানান, দিন-রাত পালাক্রমে তিনিসহ দুজন কারিগর কাজ করে যাচ্ছেন। সাধারণ কোনও লোকের চুল ছাঁটাই করতে ৩০-৩৫ মিনিট লাগলেও স্টাইল করা চুল ছাঁটাই করতে ঘণ্টা লেগে যায়। তাই দামও একটু বেশি নেন। তবে ছাড়ের কারণে ভিড় বেড়েছে।
পার্লারে চুল কাটতে আসা মো. আকরাম উদ্দিন বলেন, ফুটবল দলেও পছন্দের খেলোয়াড় হচ্ছে মেসি। তার বিশ্বকাপ উপলক্ষে নতুনভাবে চুল ছাঁটাই করতে পার্লারে এসেছি।
মো. সুমন জানায়, সোনাগাজীতে ফেইসলুক জেন্স পার্লার ছাড়া ছেলেদের আর কোনও পার্লার না থাকায় তারা টাকার চিন্তা না করে সময় একটু বেশি লাগলেও তারা চুল ছাঁটাই না করা পর্যন্ত বসে থাকবেন।
এসআইএইচ
