৩ বছরের সাজা এড়াতে পালিয়ে ১৮ বছর

তিন বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৮ বছর। তবে শেষ রক্ষা হয়নি। গ্রেপ্তার হয়েছেন ফেনীর ছাগলনাইয়া পৌরসভার নিজামুল ইসলাম মজুমদার (৪২)। সোমবার বিকালে (২১ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ছাগলনাইয়া থানা পুলিশ।
এর আগে সোমবার সকালে উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সুলতান মাহবুবের নেতৃত্বে একদল পুলিশ থানার সামনের এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার নিজামুল ইসলাম মজুমদার ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের আবদুস সালাম মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, ছাগলনাইয়া থানার একটি মাদক মামলায় তিন বৎসরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামী নিজামুল ইসলাম মজুমদার। তবে তিনি এতদিন পলাতক ছিলেন। আজ সকালে ছাগলনাইয়া থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বিকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এএজেড
