আশুলিয়ার সেই রাস্তার গর্ত ভরাট করেছে এলজিইডি

ঢাকা প্রকাশে সংবাদ প্রকাশের পরে আশুলিয়ার সেই আঞ্চলিক সড়কের মাঝখানের ভয়ানক গর্ত ভরাট করেছে এলজিইডি। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল বেপারী।
এর আগে গত ১৫ নভেম্বর আশুলিয়ায় রাস্তার মাঝে গর্ত, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা শিরোনামে সিএ্যান্ডবি-আশুলিয়া সড়কের আশুলিয়া বাজার মোড়ের গর্ত নিয়ে ঢাকা প্রকাশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ঢাকা প্রকাশের সংবাদ প্রকাশের ২-৩ পর ওই সড়কের গর্তটি সাভার উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ সংস্কার করেন। এতে করে এই পথে চলাচলকারীরা সন্তস প্রকাশ করেছে।
প্রসঙ্গত যে, আশুলিয়ার সিএ্যান্ডবি-আশুলিয়া সড়কের আশুলিয়া বাজার মোড় এলাকায় রাস্তার মাঝখানে একটি ভয়ানক গর্ত ঢাকা প্রকাশের চোখে পড়ে। পরে এ বিষয়ে ঢাকা প্রকাশ একটি সংবাদ প্রকাশ করে। ড্রেনের স্লাব ভেংগে গিয়ে ওই গর্তটি হয়েছে।
ফলে এই রাস্তা দিয়ে চলাচলকৃত রিকশা, মটরসাইকেল, ট্রাক-পিক আপসহ বিভিন্ন ধরনের যানবাহন প্রতিদিনই দুর্ঘটনার স্বীকার হচ্ছিল। আহতও হয়েছে অনেকে, ছিল প্রাননাশের আশঙ্কাও।
এএজেড
