সাভারে বিলুপ্তপ্রায় উল্লুকসহ গ্রেপ্তার ১

সাভারে বিলুপ্তপ্রায় বন্য উল্লুক ও বানরসহ হাদিসুর রহমান (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। রবিবার (২০ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডের একটি কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকাপ্রকাশ-কে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পরিবহন নিষিদ্ধ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী উল্লুকসহ হাদিসুর রহমানকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক হাদিসুর রহমান বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য। তিনি প্রাণী দুটি চট্টগ্রাম থেকে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রাণী পাচার সংক্রান্ত মামলা রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এসজি
