আদালত থেকে জঙ্গি ছিনতাই: বাংলাবান্ধা সীমান্তে বাড়তি সতর্কতা

আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রবিবার (২০ নভেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
রবিবার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড় সংলগ্ন ঢাকার সিজেএম আদালতের ফটকের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। পালিয়ে যাওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
এ ব্যাপারে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঢাকায় দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর বিকালে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে তাদের কাছে সতর্কতামূলক চিঠি এসেছে। একই সঙ্গে ওই দুই জঙ্গির নাম ও ছবি পাঠানো হয়েছে। তাদের দুজনের নাম স্টপ লিস্টে রাখা হয়েছে।
ওসি নজরুল ইসলাম আরও বলেন, চলতি বছরের ১৮ মার্চ থেকে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর রুটে নতুন করে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারতীয় হাইকমিশন। সেই হিসেবে কোনো বাংলাদেশি পাসপোর্টধারীর এই সীমান্ত দিয়ে পার হওয়ার সম্ভাবনা নেই। এর পরও এসবির নির্দেশনা পেয়ে বন্দরে আইটিসহ সব বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এসআইএইচ
