ফেনীতে আর্জেন্টিনার ২০২২ ফুট পতাকা নিয়ে র্যালি

কাতার বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনার হাওয়া বইছে বাংলাদেশেও। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফেনীতে দুই হাজার ২২২ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে র্যালি করেছেন ‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’। র্যালিতে ঘোষণা দেওয়া হয়, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিশাল আনন্দ র্যালিসহ নানা আয়োজন করা হবে।
শনিবার (১৯ নভেম্বর) ফেনী পাইলট হাই স্কুল মাঠ থেকে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন কয়েক হাজার আর্জেন্টিনার
ভক্তানুরাগী।
আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি ২ হাজার ২২২ ফুট দৈর্ঘ্যের এ পতাকাটি বানিয়েছেন। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এই আনন্দ র্যালির আয়োজন করেছেন তিনি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ। তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। আর্জেন্টিনা এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা সবাই খেলা উপভোগ করব। তবে কোনও উম্মাদনায় যুক্ত হবো না। শৃঙ্খলার সঙ্গে আমরা খেলা এবং আনন্দ উপভোগ করব।
এ ছাড়াও কথা হয় মাইন উদ্দিন সুমন, হানিফ আরিফসহ আরও অনেকের সঙ্গে। তারা জানান, তারা মেসি ও আর্জেন্টিনার ভক্ত। তাই দূর-দূরান্ত থেকে এসে তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। ফেনীর প্রায় ৭০ ভাগ মানুষ আর্জেন্টিনার সমর্থক। তাদের আশা, এই বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বছরের মাঝামাঝি সময়ের বদলে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের এই মহারণ। আর এবারই মধ্যপ্রাচ্যের কোনও মুসলিম দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এই আসরে অংশ নেবে ৩২টি দল।
এসআইএইচ
