ধানক্ষেতে মিলল নারীর মরদেহের টুকরো অংশ

টাঙ্গাইলের সদর উপজেলার বাহির শিমুল গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন খন্ডিত মরদেহের টুকরো টুকরো বিভিন্ন অংশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল থেকে শনিবার (১৯ নভেম্বর) বিকাল পর্যন্ত ১ টি হাত, ২ টি পা ও বুকের কিছু অংশসহ পড়নের কাপড় উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, শুক্রবার বিকালে খবর পেয়ে ওই এলাকার একটি ধানক্ষেত তল্লাশি চালিয়ে প্রথমে ২টি পা এবং ১ টি হাত উদ্ধার করা হয়।
পরে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দেহের আরও খন্ডিত কিছু অংশ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা ও একটি হাত উদ্ধারের জন্য পুলিশ এখনও ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করেছে হয়তো। এরপর লাশ গুম করার জন্য টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।
এএজেড
