নড়াইলে নবান্ন উৎসব অনুষ্ঠিত

নড়াইলে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এ উৎসব শুরু হয়। এ উৎসব উপলক্ষে নন্দনকানন শিশু-কিশোর বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে শহরের ধোপাখোলার নন্দনকাননে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে আয়োজন করা পিঠা উৎসবের। সেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিতাই পিঠা, ভাপা পিঠা, পাকান পিঠাসহ ২০ প্রকার পিঠার দেখা মিলে। বিকাল থেকে শুরু হয় গ্রামীন লোক নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নবান্ন উৎসব দেখতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করে নন্দনকাননে।
আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এ আয়োজন। উৎসব দেখতে আসা দর্শনার্থীরা জানান, নবান্ন উৎসব উপলক্ষে এমন আয়োজন প্রশসংসার দাবি রাখে। বাঙালি উৎসব প্রিয়। উৎসবই এলেই ভালোলাগে। এখানে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে যেটি বাঙালির প্রাণের উৎসব। এ উৎসরে মধ্যদিয়ে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
এএজেড
