দুলালের সঙ্গে যোগাযোগ রাখলে ব্যবস্থা নেবে বিএনপি

ফেনী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক মনোয়ার হোসেন দুলালের সঙ্গে কোন ধরনের সাংগঠনিক যোগাযোগ রাখলে সংশ্লিষ্ট নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিএনপির হাইকমান্ড। ১৭ নভেম্বর দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক অসদাচরণের অভিযোগে দুলালকে ইতিপূর্বে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। হাসিনা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে তিনি দলের সক্রিয় একজন নেতাকে পুলিশের নিকট ধরিয়ে দিয়ে আওয়ামী প্রশাসন থেকে ১ লাখ টাকা পুরস্কার গ্রহণসহ সাংগঠনিক নানা ধরনের কার্যকলাপের সাথে জড়িত ছিলেন।
সুতরাং এখন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বহিষ্কৃত মনোয়ার হোসেন দুলালের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ রাখা যাবে না। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দলের হাইকমান্ড থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
এএজেড
