হিলি বাজারে নতুন আলুর দাম চড়া

দিনাজপুরের হিলিতে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম জাতের নতুন আলু। দাম বেশি হবার কারণে বিপাকে পড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষ। শনিবার (১৯ নভেম্বর) সকালে হিলি সবজি বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, আগাম জাতের শীতকালীন আলু কিছু কিছু দোকানে দেখা মিলে, যা চড়া দামে বিক্রি করা হচ্ছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।
হিলি সবজি বাজারে আলু কিনতে আসা কামরুল হাসান ও রুহুল আমীন বলেন, ‘নতুন আলু দেখে অনেক ভালো লাগতেছে। শীতের মৌসুমে আলু নানান সবজি দিয়ে খেতে ভালো লাগবে, যার কারণে ১ কেজি কিনলাম। আমরা শ্রমিক মানুষ সারাদিনে ২০০/২৫০ টাকা ইনকাম (আয়) করি। বাজারে আলু কিনতে এসে দেখি ১০০ টাকা কেজি। যার কারণে ২৫০ গ্রাম আলু কিনলাম। দামটা অনেক বেশি যার কারণে সমস্যা হচ্ছে। দাম কমলে অনেক ভালো হয়। ‘
হিলি সবজি বাজারের আলু বিক্রেতা সোহেল রানা বলেন, ‘বছরের প্রথম নতুন আলু দোকানে উঠায়ছি। এতে ক্রেতারা বেশ ভিড় করতেছে। প্রতি কেজি আলু পাইকারি বিক্রি করছি ৯৫ টাকা, খুচরা ১০০ টাকা দরে। দাম বেশি হবায় অনেকে খালি হাতে ফিরে যাচ্ছে। এসব নতুন আলু যশোরসহ সারাদেশে আসতে শুরু করছে। আমরা আসা করছি আর ২ থেকে ১ সপ্তাহের মধ্যে দাম কমে আসবে।’
এসআইএইচ
