সপ্তাহের ব্যবধানে হিলিতে কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৭ টাকা। এক সপ্তাহ পূর্বে প্রতি কেজি পেয়াজ বিক্রি হয় ৩০ থেকে ৩২ টাকা। বর্তমানে সেই দাম কমে ২৪ থেকে ২৫ টাকা দরে পেয়াজ বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি ক্রেতারা।
হিলি বাজারে পেয়াজ কিনতে আসা মুনজু মিয়া বলেন, ‘বাজারে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন হু হু করে বেড়ে চলেছে। সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। বর্তমানে পেয়াজের দাম কমতে শুরু করেছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের কিনে খেতে সুবিধা হচ্ছে। দাম আরো কিছুটা কমলে আরো ভালো হবে। দাম কমায় আগের থেকে পেঁয়াজ বেশি কিনতেছি আগে কিনতাম হাফ কেজি এখন কিনতেছি ১ কেজি করে।’
হিলি বাজারের পেয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, বাজারে দেশী নতুন পাতার পেঁয়াজ উঠেছে, যার কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা অনেকটা কমে গেছে। একইসঙ্গে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেশি হওয়ায় দাম আগের থেকে ৭ টাকা কমে গেছে।
তিনি আরও বলেন, পেঁয়াজের বাজার বর্তমানে একেবারে অনিশ্চিত অবস্থানে। এই কমছে তো ফের বাড়ছে। গত সপ্তাহে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে আমদানিসহ দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ বেড়েছে। ফলে দামও কমতে শুরু করেছে।
এসআইএইচ
