গাইবান্ধায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মিছিল

গাইবান্ধার পলাশবাড়ীতে পাল্টাপাল্টি মিছিল করেছে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে পলাশবাড়ী সরকারি কলেজ থেকে ব্রাজিলের পতাকা নিয়ে মিছিল বের করে সমর্থকরা। এ সময় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়সহ রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজে গিয়ে তা শেষ হয়। মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগান দিতে থাকে সমর্থকরা।
এর আগের দিন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শহরে মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থকরা।
এদিন বিকালে সরকারি কলেজ মোড় থেকে ২০০ ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থকরা। এ সময় মিছিল থেকে ‘উড়ছে পাখি দিচ্ছে ডাক, আর্জেন্টিনা এবার নিবে কাপ’-এ স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোডাউন শেষে উভয় দলের আয়োজকরা জানান, পৌর শহরের কলেজ মোড় এলাকায় ‘বড় পর্দায়’ দেখার আয়োজন করা হয়েছে। দলের সকল সমর্থকদের সেখানে খেলা দেখার আহ্বান জানানো হয়।
এসআইএইচ
