ফুটপাত দখলমুক্তের অভিযান শুধুই লোক দেখানো

সাভারের আশুলিয়ায় গত ১৬ নভেম্বর ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। কিন্তু উচ্ছেদের মাত্র দুই দিনের মধ্যে ফুটপাত ও মহাসড়কের কিছু অংশ আবার দখল করে দোকান বসিয়েছে অবৈধ দখলদাররা। এতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দা ও পথচারীরা।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর সরেজমিনে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন ফুটপাত, নবীনগর- চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, কাইচাবাড়ী, বলিভদ্র ফুটপাত আবার দখল করে দোকানপাট বসিয়েছে অবৈধ দখলদাররা।
শুধু ফুটপাতই নয়, মহাসড়কেরও কিছু অংশ দখল করে রেখেছে তারা। এতে এই রাস্তায় চলাচলকারী পথচারীদের ফুটপাত ছেড়ে মহাসড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। যাতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তা ছাড়া মহাসড়কে সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট। ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা।
উচ্ছেদের মাত্র দুই দিনের মধ্যে ফুটপাত দখল হওয়ায় ক্ষুব্ধ পথচারীরা। মো. রহিম নামের একজন বলেন, এই উচ্ছেদ অভিযান শুধু লোক দেখানো। তাই উচ্ছেদের দুই দিনের মধ্যেই ফুটপাত আবার দখল হয়ে গেছে।
আরও পড়ুন: ফুটপাত দখলমুক্তে পুলিশের উচ্ছেদ অভিযান
আমিনুল মৃধা নামের একজন বলেন, পুলিশ মাল (টাকা) খেয়ে আবার বসতে দিয়েছে। যেই লাও সেই কদু। আবু শামা নামের আরেকজন বলেন, পুলিশের সহযোগিতা ছাড়া এসব (ফুটপাত দখল) হয় না।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জামাল শিকদার ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা কোনো ফুটপাত দখল অ্যালাউ করব না। আমরা ফুটপাত দখলমুক্ত রাখতে মাঝেমধ্যেই উচ্ছেদ অভিযান চালাব। টহল টিমকেও ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এএজেড
