গণ-সমাবেশে শৃঙ্খলা রক্ষায় ১৯ চেকপোস্ট
বিভাগীয় গণ সমাবেশকে সামনে রেখে শৃঙ্খলা রক্ষায় সিলেটে মহানগর এলাকায় ১৯ টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সকল প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, ইতোমধ্যে মহানগর এলাকায় প্রবেশপথসহ ১৯টি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। আর সমাবেশের দিন (শনিবার) সাদা পোশাকে সমাবেশস্থলসহ মহানগরে শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন। এছাড়াও চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবাইল টিম থাকবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জানান, সমাবেশকে ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। ইতোমধ্যে ১৯টি চেক পোস্ট বসানো হয়েছে। কাল (শনিবার) সাদা পোশাকে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালনের পাশাপাশি ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টি মোবাইল টিম মাঠে কাজ করবে।
প্রসঙ্গত নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ গণসমাবেশকে ঘিরে সকল প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এদিকে গণ-সমাবেশের একদিন আগেই লোকে লোকারণ্য সিলেট আলীয়া মাদ্রাসা মাঠ। বুধবার রাতে মাদ্রাসা মাঠে কয়েকটি অস্থায়ী ক্যাম্পে তৈরি করা হলেও শুক্রবার পুরো মাঠের অবস্থা ভিন্নরকম। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। ক্যাম্পের ভিতর-বাহির লোকে লোকারণ্য।
তাছাড়া, প্রবেশ মুখ দিয়ে কিছুক্ষণ পর পর প্রবেশ করছে খণ্ড খণ্ড মিছিল। মোট কথা শনিবার (১৯ নভেম্বর) গণসমাবেশের আগেই লোকে লোকারণ্য সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। সূর্যোদয়ের প্রতিক্ষায় মাঠেই রাত কাটাবেন নেতাকর্মীরা। গান-বাজনার ব্যবস্থাও রয়েছে মাঠে।
সিলেটে বিএনপির বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাজিয়েছেন মেলার আদলে নিজেদের ক্যাম্প। কেউবা ক্যাম্পের ভিতর থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, কেউবা মাঠের মধ্য খানে অবস্থান নিয়ে শ্লোগান দিচ্ছেন। আবার অন্য একটি ক্যাম্পে আয়োজন হচ্ছে সঙ্গীতানুষ্ঠান। সব মিলিয়ে পুরো মাঠজুড়ে চলছে উৎসবের আমেজ।
নেতাকর্মীরা বলছেন, গণসমাবেশে সফল করতে নেতাকর্মীরা ৫ দিন আগ থেকেই অবস্থান করছেন সিলেটে। তবে বুধবার থেকে বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নিজেদের ক্যাম্প তৈরি করে অবস্থান করছেন মাঠেই। রাতে এই সব ক্যাম্পগুলোতেই রাত যাপন করবেন তাঁরা।
এএজেড